ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সাকিবকে নিয়ে শঙ্কা!

ফিল্ডিংয়ে অস্বস্তি অনুভব করা সাকিব আল হাসান বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ করার আগে মাঠে ছাড়েন। শুক্রবার তৃতীয় দিনের শুরু থেকে তিনি মাঠে নামতে পারবেন কিনা নিশ্চিত করে বলতে পারেনি দল।


দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, সকাল পর্যন্ত সাকিবকে দেখবে দল। এরপর মাঠে নামানোর সিদ্ধান্ত হবে। 


দিনের শেষ ঘণ্টার খেলায় মাঠে ছিলেন না সাকিব। নিজের ষষ্ঠ ওভার শেষে সাকিব মাঠ ছাড়েন। ৬ ওভারে ১৬ রান দিয়েছেন বাঁহাতি স্পিনার। কুঁচকির চোট কাটিয়ে মাঠে ফেরা সাকিবকে স্বস্তিতে দেখা যায়নি। বোলিং করেছেন ধীর গতিতে। ফিল্ডিংয়েও ছিলেন মন্থর। এর আগে ব্যক্তিগত তৃতীয় ওভারের তৃতীয় বলে ফিল্ডিং করতে গিয়ে অস্বস্তি অনুভব করেন সাকিব। এরপর বোলিং চালিয়ে গেলেও মোটেও ফিট ছিলেন না তিনি।  


রাবীদ ইমাম বলেন, ‘কিছুটা অস্বস্তি থাকায় সাকিব ফিল্ডিং ছেড়ে উঠে এসেছিল। তাকে এখন ফিজিও দেখছেন। পুরোপুরি বিশ্রামে আছে। সকাল পর্যন্ত অপেক্ষা করবেন। এরপরই সিদ্ধান্ত।’


এদিকে বিসিবি চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেন, ‘এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। কারণ ফিজিও তাকে দেখছে। জটিল কিছু হলেই শুধুমাত্র আমরা যুক্ত হবো।’

ads

Our Facebook Page